Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

দারিদ্র্য বিমোচন সারা বিশ্বের মত বাংলাদেশেও সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত একটি কার্যক্রম। এই কার্যক্রম সফলভাবে বাসত্মবায়নের জন্য ১৯৮৪ সাল হতে বাংলাদেশ সরকার এবং কানাডিয়ান সিডা কর্তৃক পরিচালিত একটি প্রকল্পকে ১৯৯৯ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদে গৃহিত আইনের মাধ্যমে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) নামে প্রতিষ্ঠা করা হয়। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন একটি স্বায়ত্ব-শাসিত সরকারী প্রতিষ্ঠান। অর্থ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত সরকারী স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানের কোড- ৩৮০৫ এর আওতায় পিডিবিএফ এর পরিচালন কোড নং- ৩২২৪।

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ), রংপুর অঞ্চলের নভেম্বর, ২০২৪ ইং মাসের কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন।।

 সমিতি গঠনঃ

 লক্ষ্যমাত্রাঃ ২ টি

 অগ্রগতিঃ ২ টি

সদস্য ভর্তিঃ

লক্ষ্যমাত্রাঃ ২৮৫ জন

 অগ্রগতিঃ ২৭৫ জন

মাসে ঋণী সদস্যঃ

লক্ষ্যমাত্রাঃ ১৫০০ জন

 অগ্রগতিঃ ১৪৫০ জন

মাসে ক্ষুদ্র ঋণ বিতরণ, আদায় ও আদায় হারঃ

লক্ষ্যমাত্রাঃ ২৫০.০০ (লক্ষ টাকায়)

 অগ্রগতিঃ ২৩৮.৬৪ (লক্ষ টাকায়)

মাসে ঋণ আদায়যোগ্যঃ ২৮7.50 (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ২৭৮.৮৮ (লক্ষ টাকায়)

ঋণ আদায়ের হারঃ ৯৭%


মাসে নারী উদ্যোক্তা ঋণ বিতরণ, আদায় ও আদায় হারঃ

লক্ষ্যমাত্রাঃ ৭৫.০০ (লক্ষ টাকায়)

 অগ্রগতিঃ ৮৫.৭০ (লক্ষ টাকায়)

মাসে ঋণ আদায়যোগ্যঃ ৭৯.৩২ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ৭৭.৭৩ (লক্ষ টাকায়)

ঋণ আদায়ের হারঃ ৯৮%

মাসে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ বিতরণ, আদায় ও আদায় হারঃ

লক্ষ্যমাত্রাঃ ১৭০.০০ (লক্ষ টাকায়)

 অগ্রগতিঃ ১৭২.৫০(লক্ষ টাকায়)

মাসে ঋণ আদায়যোগ্যঃ ১৬২.৯২ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ১৫৯.৬৬ (লক্ষ টাকায়)

ঋণ আদায়ের হারঃ ৯৮%

কোভিড-১৯ প্রণোদনা ঋণ কর্মসূচিঃ

কোভিড-১৯ প্রণোদনা ঋণ কর্মসুচির আওতায় ৪১১ জন উদ্যোক্তার মাঝে ৭৯৭.১০ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। নভেম্বর,২৪ ইং মাস পর্যন্ত আদায় হয়েছে ৪৯৭.৯১ লক্ষ টাকা। আদায়ের হার ১০০ %।

প্রশিক্ষণ কার্যক্রমঃ

 - নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী  নভেম্বর/২৪ ইং মাসে ১ ব্যাচে ২৫ জন সুফল ভোগীকে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ  প্রদান করা হয়েছে৷

- আয়বৃদ্ধিমূলক বিষয়ে নভেম্বর/২৪ ইং মাসে ০১ ব্যাচে ২৫ জন সুফল ভোগীকে প্রশিক্ষণ  প্রদান করা হয়েছে ।

- সমিতিতে সাপ্তাহিক সভায় বিভিন্ন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে।