Text size A A A
Color C C C C
পাতা

সাধারণ তথ্য

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ), রংপুর অঞ্চলের জানুয়ারি, ২০১৮ ইং মাসের কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন।।

 

প্রশিক্ষণ কার্যক্রমঃ

 -নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ ১৩২ ব্যাচে ৩৩০০ জন সুফল ভোগীকে প্রশিক্ষণ  প্রদান করা হয়েছে৷

- দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ লক্ষ্যমাত্রার আলোকে  ১২ ব্যাচে ৩০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে৷

- সমিতিতে সাপ্তাহিক সভায় বিভিন্ন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে৷

আইসিটি কার্যক্রম সমূহঃ

- কম্পিউটার প্রশিক্ষণ ল্যাবঃ ০১ টি৷

- পিডিবিএফ এর আইসিটি কার্যক্রম ও ই-সেবা শক্তিশালীকরণ প্রকল্প, রংপুর অঞ্চলে ০৪ টি (চার) ব্যাচে মোট ১০০ জন পিডিবিএফ কর্মকর্তা/কর্মচরীকে সফলভাবে ০৫(পাঁচ)   দিনের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ এবং ০৬ টি (ছয়) ব্যাচে মোট ১৫২ জন  পিডিবিএফ কর্মকর্তা/কর্মচরীকে সফলভাবে ০১ (এক) দিনের ওয়েব বেসড সফটওয়্যার এ্যাপ্লিকেশনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ৷

- প্রশিক্ষণ শেষে সবাইকে সনদপত্র প্রদান করা হয়েছে।

 

 

সমিতি গঠনঃ
 লক্ষ্যমাত্রাঃ ০৪  টি

 অগ্রগতিঃ ০৩ টি

সদস্য ভর্তিঃ

লক্ষ্যমাত্রাঃ ৬৭০ জন

অগ্রগতিঃ ৪৭১ জন

সঞ্চয় আদায়ঃ (সাধারন, সোনালী সঞ্চয় ও এফডিএস)
লক্ষ্যমাত্রাঃ ২৬.৫০ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ২১.১১ (লক্ষ টাকায়)

ঋনী সদস্যঃ-

লক্ষ্যমাত্রাঃ ২০০০ জন

অগ্রগতিঃ ১৯৩১ জন

মাসের ঋণ বিতরনঃ
লক্ষ্যমাত্রাঃ ৫৫০.৫০ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ৪৯৪.৪০ (লক্ষ টাকায়)

মাসের ঋণ আদায়যোগ্য ও আদায়ঃ

আদায়যোগ্যঃ ৪৭৬.০১ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ৪৬২.৭২ (লক্ষ টাকায়)

আদায়ের হারঃ ৯৭%

 

ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রমঃ

লক্ষ্যমাত্রাঃ ২৬০.৮০ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ২০১.৭০ (লক্ষ টাকায়)

মাসের ঋণ আদায়যোগ্যঃ ২১০.৬৯ (লক্ষ টাকায়)

মাসের ঋণ আদায়ঃ ২০৪.৮০ (লক্ষ টাকায়)

ঋণ আদায়ের হারঃ ৯৭%

মোট ক্ষুদ্র উদ্যোক্তাঃ ৪,৩১৮ জন

মাসে সোনালী সঞ্চয় জমাঃ ৪.৮৭ (লক্ষ টাকায়)

মাসে কর্মসংস্থান হয়েছেঃ ১২,৩৭২ জন।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)