Text size A A A
Color C C C C
পাতা

সাধারণ তথ্য

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ), রংপুর অঞ্চলের আগষ্ট , ২০১৭ ইং পর্যন্ত এক নজরে তথ্য।

 

প্রশিক্ষণ কার্যক্রমঃ

 -নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ ১৩২ ব্যাচে ৩৩০০ জন সুফল ভোগীকে প্রশিক্ষণ  প্রদান করা হয়েছে৷

- দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ লক্ষ্যমাত্রার আলোকে  ১৩২ ব্যাচে ৩৩০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে৷

- সমিতিতে সাপ্তাহিক সভায় বিভিন্ন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে৷

আইসিটি কার্যক্রম সমূহঃ

- কম্পিউটার প্রশিক্ষণ ল্যাবঃ ০১ টি৷

- পিডিবিএফ এর আইসিটি কার্যক্রম ও ই-সেবা শক্তিশালীকরণ প্রকল্প, রংপুর অঞ্চলে ০৪ টি (চার) ব্যাচে মোট ১০০ জন পিডিবিএফ কর্মকর্তা/কর্মচরীকে সফলভাবে ০৫(পাঁচ)   দিনের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ এবং ০৬ টি (ছয়) ব্যাচে মোট ১৫২ জন  পিডিবিএফ কর্মকর্তা/কর্মচরীকে সফলভাবে ০১ (এক) দিনের ওয়েব বেসড সফটওয়্যার এ্যাপ্লিকেশনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ৷

- প্রশিক্ষণ শেষে সবাইকে সনদপত্র প্রদান করা হয়েছে।

 

 

সমিতি গঠনঃ
 লক্ষ্যমাত্রাঃ ১৬৫৫  টি

 অগ্রগতিঃ ১২৬২ টি

মোট সদস্যঃ

লক্ষ্যমাত্রাঃ ৩৮,৮০০ জন

অগ্রগতিঃ ৩৬,২০০ জন

সঞ্চয় আদায়ঃ (সাধারন, সোনালী সঞ্চয় ও এফডিএস)
লক্ষ্যমাত্রাঃ ১০৭০.০০ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ১০২৭.০০ (লক্ষ টাকায়)

ঋনী সদস্যঃ-

লক্ষ্যমাত্রাঃ ২৮,৭২০ জন

অগ্রগতিঃ ২৩,২০০ জন

আর্থিক বছরে ঋণ বিতরনঃ
লক্ষ্যমাত্রাঃ ১০১০.০০ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ৮১০.৫০ (লক্ষ টাকায়)

ক্রমপঞ্জিত ঋণ বিতরণঃ ১২৩৭৫.৭৭ (লক্ষ টাকায়)

ক্রমপুঞ্জিত ঋণ আদায়ঃ ১১১৯৪.৫৪ (লক্ষ টাকায়)

আর্থিক বছরে ঋণ আদায়যোগ্য ও আদায়ঃ

আদায়যোগ্যঃ ১০৯০.৬৪ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ১০৭৪.৫০ (লক্ষ টাকায়)

আদায়ের হারঃ ৯৮%

 

ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রমঃ

লক্ষ্যমাত্রাঃ ৪৫০.৭০ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ৩৯৮.০০ (লক্ষ টাকায়)

আর্থিক বছরে ঋণ আদায়যোগ্যঃ ৩২০.২৫ (লক্ষ টাকায়)

ঋণ আদায়ঃ ২৮৫.৫০ (লক্ষ টাকায়)

ঋণ আদায়ের হারঃ ৮৯%

ক্রমপঞ্জিত ঋণ বিতরণঃ ৩৯৩৯.৫০ (লক্ষ টাকায়)

ক্রমপুঞ্জিত ঋণ আদায়ঃ ২৮৬০.৬৫ (লক্ষ টাকায়)

মোট উদ্যোক্তাঃ ৩৪৯৬ জন

সোনালী সঞ্চয় জমাঃ ২০৫.২০ (লক্ষ টাকায়)

কর্মসংস্থান হয়েছেঃ ৯৮৬০ জন।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)