Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

দারিদ্র্য বিমোচন সারা বিশ্বের মত বাংলাদেশেও সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত একটি কার্যক্রম। এই কার্যক্রম সফলভাবে বাসত্মবায়নের জন্য ১৯৮৪ সাল হতে বাংলাদেশ সরকার এবং কানাডিয়ান সিডা কর্তৃক পরিচালিত একটি প্রকল্পকে ১৯৯৯ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদে গৃহিত আইনের মাধ্যমে পলস্নী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) নামে প্রতিষ্ঠা করা হয়। পলস্নী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন স্থানীয় সরকার,পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন একটি স্বায়তব-শাসিত সরকারী প্রতিষ্ঠান। অর্থ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত সরকারী স্বায়তব-শাসিত প্রতিষ্ঠানের কোড- ৩৮০৫ এর আওতায় পিডিবিএফ এর পরিচালন কোড নং- ৩২২৪।

ছবি