Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

দারিদ্র্য বিমোচন সারা বিশ্বের মত বাংলাদেশেও সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত একটি কার্যক্রম। এই কার্যক্রম সফলভাবে বাসত্মবায়নের জন্য ১৯৮৪ সাল হতে বাংলাদেশ সরকার এবং কানাডিয়ান সিডা কর্তৃক পরিচালিত একটি প্রকল্পকে ১৯৯৯ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদে গৃহিত আইনের মাধ্যমে পলস্নী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) নামে প্রতিষ্ঠা করা হয়। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন স্থানীয় সরকার,পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন একটি স্বায়তব-শাসিত সরকারী প্রতিষ্ঠান। অর্থ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত সরকারী স্বায়তব-শাসিত প্রতিষ্ঠানের কোড- ৩৮০৫ এর আওতায় পিডিবিএফ এর পরিচালন কোড নং- ৩২২৪।

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ), রংপুর অঞ্চলের জানুয়ারি, ২০১৮ ইং মাসের কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন।।

 

প্রশিক্ষণ কার্যক্রমঃ

 -নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ ১৩২ ব্যাচে ৩৩০০ জন সুফল ভোগীকে প্রশিক্ষণ  প্রদান করা হয়েছে৷

- দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ লক্ষ্যমাত্রার আলোকে  ১২ ব্যাচে ৩০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে৷

- সমিতিতে সাপ্তাহিক সভায় বিভিন্ন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে৷

আইসিটি কার্যক্রম সমূহঃ

- কম্পিউটার প্রশিক্ষণ ল্যাবঃ ০১ টি৷

- পিডিবিএফ এর আইসিটি কার্যক্রম ও ই-সেবা শক্তিশালীকরণ প্রকল্প, রংপুর অঞ্চলে ০৪ টি (চার) ব্যাচে মোট ১০০ জন পিডিবিএফ কর্মকর্তা/কর্মচরীকে সফলভাবে ০৫(পাঁচ)   দিনের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ এবং ০৬ টি (ছয়) ব্যাচে মোট ১৫২ জন  পিডিবিএফ কর্মকর্তা/কর্মচরীকে সফলভাবে ০১ (এক) দিনের ওয়েব বেসড সফটওয়্যার এ্যাপ্লিকেশনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ৷

- প্রশিক্ষণ শেষে সবাইকে সনদপত্র প্রদান করা হয়েছে।

 

 

সমিতি গঠনঃ
 লক্ষ্যমাত্রাঃ ০৪  টি

 অগ্রগতিঃ ০৩ টি

সদস্য ভর্তিঃ

লক্ষ্যমাত্রাঃ ৬৭০ জন

অগ্রগতিঃ ৪৭১ জন

সঞ্চয় আদায়ঃ (সাধারন, সোনালী সঞ্চয় ও এফডিএস)
লক্ষ্যমাত্রাঃ ২৬.৫০ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ২১.১১ (লক্ষ টাকায়)

ঋনী সদস্যঃ-

লক্ষ্যমাত্রাঃ ২০০০ জন

অগ্রগতিঃ ১৯৩১ জন

মাসের ঋণ বিতরনঃ
লক্ষ্যমাত্রাঃ ৫৫০.৫০ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ৪৯৪.৪০ (লক্ষ টাকায়)

মাসের ঋণ আদায়যোগ্য ও আদায়ঃ

আদায়যোগ্যঃ ৪৭৬.০১ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ৪৬২.৭২ (লক্ষ টাকায়)

আদায়ের হারঃ ৯৭%

 

ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রমঃ

লক্ষ্যমাত্রাঃ ২৬০.৮০ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ২০১.৭০ (লক্ষ টাকায়)

মাসের ঋণ আদায়যোগ্যঃ ২১০.৬৯ (লক্ষ টাকায়)

মাসের ঋণ আদায়ঃ ২০৪.৮০ (লক্ষ টাকায়)

ঋণ আদায়ের হারঃ ৯৭%

মোট ক্ষুদ্র উদ্যোক্তাঃ ৪,৩১৮ জন

মাসে সোনালী সঞ্চয় জমাঃ ৪.৮৭ (লক্ষ টাকায়)

মাসে কর্মসংস্থান হয়েছেঃ ১২,৩৭২ জন।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)